যশপ্রীত বুমরাকে রেখেই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে বিসিসিআই। ইতিমধ্যে এনসিএ-তে তাঁর রিহ্যাবও শুরু হয়েছে। তাহলে আপাতত কি বুমরার অস্ত্রোপচারের প্রয়োজন নেই? তাহলে কি চ্যাম্পিয়নস ট্রফি খেলবেন বুমরা? স্কোয়াডে তাঁর নাম ঘোষণার পর এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সমর্থকদের মনে।
জানা গিয়েছে, রিহ্যাব শুরু হওয়ার পাশাপাশি বুমরার চোটের জায়গা স্ক্যান করা হয়েছে। আপাতত বুমরা জিম এবং হালকা বোলিং শুরু করবেন। আপাতত ৪৮ ঘন্টা তাঁর উপর নজর রাখবে বোর্ডের গঠন করা মেডিক্যাল সদস্যদের। ফলে বোঝাই যাচ্ছে, বুমরাকে মাঠে নামানোর আগে আরও কিছুটা অপেক্ষা করতে চাইছে বোর্ড।
বুমরাকে মাঠে নামাতে আইসিসির নিয়মের ফাঁক কাজে লাগাতে চাইছে বিসিসিআই। সেই কারণে তাঁর কোনও পরিবর্ত রাখা হয়নি। এমনকি বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, বুমরার যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ১ শতাংশও সম্ভবনা থাকে তাহলে বিসিসিআই অপেক্ষা করতে রাজি। এক একই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রেও। একদিনের বিশ্বকাপের সময় এভাবেই খেলানো হয়েছিল হার্দিককেই।
তবে, এই নিয়মের ফাঁকও আছে। যদি শেষ পর্যন্ত চোটের কারণে বুমরাকে মাঠে না নামানো যায় সেক্ষেত্রে পরেও টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করে পরিবর্ত ঘোষণা করা যাবে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১২ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। তারপর শুধু মাত্র চোটের কারণেই পরিবর্ত ঘোষণা করা যাবে। এই সুযোগটাই আপাতত কাজে লাগাতে চাইছে বোর্ড।