বিরাট কোহলি নন। টিম ইন্ডিয়ার সবচেয়ে ফিট ক্রিকেটার যসপ্রীত বুমরা। এমনটাই বিশ্বাস করেন ভারতীয় দলের এই পেসার। সম্প্রতি এক ইভেন্টে বুমরাকে জিজ্ঞেস করা হয়েছিল, ভারতীয় দলের সবচেয়ে ফিট খেলোয়াড় কে? জবাবে নিজের নামই জানিয়েছেন তিনি।
সম্প্রতি ভারতীয় দল নিজেদের ফিটনেস নিয়ে অনেক বেশি মনযোগী। যার প্রভাব পড়ছে মাঠে। লাফিয়ে বেড়েছে পারফরম্যান্সের মান। আর ভারতীয় দলের যারা নিজেদের নিয়ে সচেতন তাঁদের মধ্যে অন্যতম বিরাট। তাঁর বয়স ৩৫ বছর হলেও অনায়াসে ২৫ বছরের যুবকদের সঙ্গে টেক্কা দিতে পারেন। কিন্তু তাও বিরাটের থেকে নিজেকে বেশ কিছুটা এগিয়েই রাখছেন বুমরা।
কেন নিজের নাম নিলেন ভারতীয় দলের জোরে বোলার?
বুমরার কথায়, মিডিয়া ভারতীয় দলের ফিট খেলোয়াড় হিসেবে কার নাম ভাবছে তা তিনি জানেন, কিন্তু দলের ফিট হিসেবে তিনি নিজেকেই বেছে নিয়েছেন। কারণ তিনি ভারতীয় দলের একজন ফাস্ট বোলার আর দেশের হয়ে ফাস্ট বোলার হিসেবে মাঠে নামতে গেলে অনেক প্রয়োজনীয়তা পূরণ করতে হয় এবং ফিট থাকতে হয়। তাই তিনি ফিটনেসের নিরিখে ফাস্ট বোলারকেই প্রমোট করবেন।