Jasprit Bumrah : লাল বলের ক্রিকেটে 'বিরাট' সম্মান, কাদের পিছনে ফেললেন বুমরা?

Updated : Jan 28, 2025 10:21
|
Editorji News Desk

চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর মধ্যেই নয়া সাফল্য। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন বুমরা। 

দেশের মাটি হোক, কিংবা বিদেশের বাইশ গজ, গত বছর লাল বলের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরা। একের পর এক অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। এমনকি রোহিত শর্মার অনুপস্থিতিতিতে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন। 

অস্ট্রেলিয়ায় ভারত সিরিজ হারলেও বুমরার দাপটে কিন্তু অজি ব্যাটারদের কালঘাম ছুটে গেল। আর তার ফলাফলও মিলল।  ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে পিছনে ফেলে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হিসেবে উঠে এলেন বুমরা। 

বর্ডার-গাভাসকর‌ ট্রফিতে দল ব্যর্থ হলেও রেকর্ড গড়েছেন বুমরা। মোট ১৩টি লাল বলের ম্যাচে ৩৫৭ ওভার বল করে ৭১ উইকেট নিয়েছেন তিনি। গড় ১৪.৯২। এছাড়াও চতুর্থ ভারতীয় বোলার হিসেবে ৭০ এর বেশি টেস্ট উইকেট নিয়েও নজির গড়েছেন বুমরা। 

এর আগে কে কে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন? 

ভারতীয়দের মধ্যে লাল বলের ক্রিকেটে প্রথম বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। ২০০৪  সালে ৫ টেস্টে মোট ৮০৩ রান করে এই পুরস্কার জিতে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'।

এরপর ২০০৯ সালে ফের এই পুরস্কার আসে এক ভারতীয় ক্রিকেটের ঝুলিতে। তিনি আর কেউ নন। রোহিত-বিরাটদের বর্তমান হেডস্যার গৌতম গম্ভীর। ওই বছর তিনি বিশ্বের ১ নম্বর ব্যাটার হিসেবেও শীর্ষে উঠে আসেন। তাঁর ঝুলিতে ছিল ৭২৭ রান। 

পরের বছরই ফের টেস্ট ক্রিকেটে বর্ষসেরা হন আরও এক ভারতীয় ক্রিকেটার। ২০১০ সালে লাল বলের ক্রিকেটে বর্ষসেরা হয়েছিলেন বীরেন্দ্র শেহবাগ। ১৪ ম্যাচে তাঁর ঝুলিতে এসেছিল ১৪২২ রান। সঙ্গে ৯টি উইকেটও নিয়েছিলেন তিনি। 

২০১৬ সালের বর্ষসেরা হন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ১২ ম্যাচে মোট ৭২টি উইকেট নিয়েছিলেন। আর তাঁর ঝুলিতে ছিল ৬১২ রান। ২০১৮ সালে এই পুরস্কার পান বিরাট কোহলি। ১৩ টেস্টে রান করেছিলেন ১৩২২ রান। 

এরপর কেটে গিয়েছে দীর্ঘ ছয় বছর। অবশেষে ফের বর্ষসেরার তালিকায় উঠে এলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। বুম বুম বুমরা। শুধু ক্রিকেটার হিসেবে না, আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যেও একনম্বরে রয়েছেন যশপ্রীত বুমরা।

বর্তমানে পিঠের চোটের জন্য দলের বাইরে রয়েছেন ভারতের এই তারকা পেসার। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত তিনি। এর মধ্যেই ষষ্ঠ ভারতীয় হিসেবে নজির গড়ে ফেললেন তিনি।    

Jasprit Bumrah

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও