Jasprit Bumrah : চিন্তায় বিসিসিআই, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতে পারেন বুমরা

Updated : Jan 27, 2025 14:28
|
Editorji News Desk

সিডনিতে পাওয়া চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতে পারেন টিম ইন্ডিয়ার তারকা পেসার যশপ্রীত বুমরা। ফলে আপাতত বেশ বেশ চিন্তায় পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। খতিয়ে দেখা হচ্ছে তাঁর চোট। এমনকি তাঁকে যত দ্রুত সম্ভব সুস্থ করে দলে ফেরানোর পরিকল্পনা করছে বিসিসিআই। ফলে বোঝাই যাচ্ছে খুব বড় কোনও মিরাকল না হলে এই টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারেন বুমরা। 

জানা গিয়েছে, বুমরার চোট এখনও খতিয়ে দেখেননি নিউজিল্যান্ডের চিকিৎসক রোয়ান শাউটেন। যত ক্ষণ না তিনি বুমরার শারীরিক অবস্থা নিয়ে কোনও রিপোর্ট জমা দিচ্ছেন, তত ক্ষণ বুমরাহের খেলা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় মেডিক্যাল বোর্ড অনবরত যোগাযোগ রাখছে নিউজিল্যান্ডের রোয়ানের সঙ্গে। ভারতীয় তারকা পেসারকে নিউজিল্যান্ডে পাঠানো হতে পারে বলেও জানিয়েছেন। 

সিডনিতে চোট পেয়েছিলেন যশপ্রীত বুমরা। তারপর আর বাইশ গজে বল করতে দেখা যায়নি তাঁকে। ভারী কাজ করতেও নিষেধ করা হয়েছে তাঁকে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন বুমরা।

ভারতীয় বোর্ডের চিকিৎসকরা খতিয়ে দেখছে তাঁর চোট, রিপোর্ট পাঠানো হবে নিউজিল্যান্ডে। ২০২২ সালে বুমরার অস্ত্রোপচার করেছিলেন নিউজিল্যান্ডের এই চিকিৎসকই। এবার বুমরাকে সারিয়ে তুলতে ফের তাঁর উপরেই ভরসা রাখছে বোর্ড। 

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ রয়েছে আগামী ৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচ যথাক্রমে ৯ ও ১২ ফেব্রুয়ারি। এরপরেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। সেখানে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। ফলে এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বুমরা দলে ফিরতে পারলে তা মিরকলই হবে ভারতীয় দলের জন্য।  

Jasprit Bumrah

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও