চোট সারিয়ে জাতীয় দলে কামব্যাক করেছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah )। এবার আয়ারল্যান্ডের প্র্যাকটিস ম্যাচে ফের চেনা ছন্দে দেখা গেল ভারতের এই তারকা পেসারকে।
প্র্যাকটিস ম্যাচে সকলেরই নজর ছিল বুমরার দিকে। আর প্রথম অনুশীলনেই রীতিমতো বিদ্যুতের গতিতে বল করতে দেখা যায় তাঁকে। যে ভিডিয়ো ইতিমধ্যেই বিসিসিআই (BCCI) পোস্ট করেছে। ক্যাপশনে লেখা হয়েছে, যে মুহূর্তের জন্য সকলে অপেক্ষা কর ছিল। চেনা ছন্দে যশপ্রীত বুমরা।
আরও পড়ুন - অপেক্ষার অবসান, ২২ গজে ফিরেই ছক্কা হাঁকালেন ঋষভ পন্থ
আগামী ১৮ অগাস্ট আয়ার্ল্যান্ডের (India vs Ireland) বিরুদ্ধে মেন ইন ব্লুর জার্সিতে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন বুমরা। আইরিশদের বিরুদ্ধে ভারতীয় টিমকে তিনি নেতৃত্ব দেবেন।