একটা ভিডিও (Video) হঠাৎ করে ভারতীয় ক্রিকেট (Team India) প্রেমীদের হাসিকে চওড়া করে দিল। ফের বল হাতে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। জানা গিয়েছে বেঙ্গালুরুতে (Bengaluru) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy) নেটে একটানা ১০ ওভার বল করছেন ভারতীয় এই পেসার। ফলে বিশ্বকাপের আগে ভারতীয় দলে বুমরার থাকা কার্যত এখন সময়ের অপেক্ষা বলেই দাবি করা হয়েছে।
এই সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করছে ভারতীয় দল। এরপর আয়ারল্যান্ড যাবে টিম ইন্ডিয়া। সেই সফর শেষ হলেই এশিয়া কাপ আর তারপরেই ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ। প্রাক্তনদের দাবি, বিশ্বকাপের আগে ফিটনেস দেখার জন্য বুমরাকে এশিয়া কাপে ব্যবহার করা উচিত। সব ম্যাচ না খেলালেও শ্রীলঙ্কার মাটিতেই এই পেসারকে ফিরিয়ে আনা উচিত।
আরও পড়ুন : আমেদাবাদে নতুন সূচিতে বিশ্বকাপে ভারত-পাক, কী জানাল বোর্ড?
দিন কয়েক আগেই বুমরার ফিট হওয়া নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। তিনি দাবি করেছিলেন, ভারতের আয়ারল্যান্ড সফরের আগেই ফিট হয়ে উঠবেন বুমরা। ইতিমধ্যেই অবশ্য এই সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়ে গিয়েছে। এই সফরে দ্রাবিড়ের বদলে কোচ হতে পারেন লক্ষ্মণ। তাহলে অতিরিক্ত ক্রিকেটার হিসাবে বুমরার যাওয়ার সম্ভবনা থাকছে ?