বাংলাদেশের বিরুদ্ধে রবিবার T20 সিরিজের শেষ ম্যাচ। ইতিমধ্যেই সিরিজ জয় করেছে ভারত। শেষ ম্যাচের আগেই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের। অধিনায়ক থাকছেন রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে কোনও সহ অধিনায়ক ছিলেন না। এই সিরিজে সহ অধিনায়ক হলেন জসপ্রীত বুমরা। সুযোগ পাননি মহম্মদ শামি। তবে রিজার্ভ টিমে জায়গা পেলেন কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা।
বাংলাদেশ টেস্টের দলের সঙ্গে খুব একটা পার্থক্য নেই। তবে প্রথমবার টেস্ট ক্রিকেটে সহ অধিনায়কের ভূমিকায় বুমরা। রোহিত আচমকা অবসর নিলে, টেস্টের পরবর্তী অধিনায়ক হিসেবে একটি ইঙ্গিত দিয়ে রাখল বিসিসিআই।
নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দলে থাকছেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল ও সরফরাজ খান। দলের দুই উইকেটকিপার ঋষভ পন্থ ও ধ্রুব জুরেল। চারজন স্পিনার রাখা হয়েছে। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ছাড়াও দলে য়েঠেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। তিন পেসার জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও আকাশদীপ সিং।
রিজার্ভ বেঞ্চে চমক রেখেছে বিসিসিআই। রয়েছেন হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি, মায়াঙ্ক যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ। বাংলাদেশের বিরুদ্ধে T20 সিরিজে অভিষেক হয়েছে নীতিশ ও মায়াঙ্কের। রবিবার নিয়মরক্ষার ম্যাচে জায়গা পেতে পারেন হর্ষিত রানা। ১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু। ১ নভেম্বর মুম্বইয়ে তৃতীয় টেস্ট খেলবে টিম ইন্ডিয়া।