২২ মার্চ থেকে শুরু আইপিএল। মাত্র ১২ দিন আগে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন জেসন রয়। তাঁর পরিবর্তে কেকেআর দলে নিল ফিল সল্টকে। কিন্তু ইংরেজ ওপেনার কেন খেলবেন না। নিজেই জানালেন জেসন রয়।
গতবার শাকিব আল হাসানের পরিবর্তে জেসন রয়কে নিয়েছিল কেকেআর। কিন্তু জেসন রয় জানিয়েছেন, তিনি এবার খেলতে রাজি নন। পরিবারকে সময় দিতে চান তিনি। ইংরেজ ক্রিকেটার জানিয়েছেন, এবার আইপিএল খেলার সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। জানুয়ারি থেকে একবার বাড়ি যাননি। পরিবারের সঙ্গে সময় কাটননি। তাই এবার খেলবেন না তিনি।
তবে কেকেআরের পাশে আছেন বলেও জানিয়েছেন জেসন রয়। তিনি বলেন, "কেকেআরের জন্য শুভেচ্ছা। সতীর্থদের জন্য গলা ফাটাব।"