পরবর্তী আইসিসি প্রেসিডেন্ট ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। নভেম্বরে তিনি এই পদে বসতে চলেছেন। অপেক্ষা এখন সরকারি সিলমোহরের। নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের পরিবর্তে নয়া আইসিসি প্রেসিডেন্ট হবেন জয় শাহ। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পর পর দু বার প্রেসিডেন্ট বার্কলে। তৃতীয়বার এই পদে তিনি আর থাকতে চান না। সেই কথা ইতিমধ্যেই জানিয়েছেন এই কিউই। এরফলে আইসিসি প্রেসিডেন্ট পদে জয় শাহ রাস্তা এখন প্রশস্ত।
প্রথম ভারতীয় হিসাবে আইসিসির সর্বোচ্চ পদে বসেছিলেন প্রয়াত জগমোহন ডালমিয়া। এরপর ভারত থেকে আইসিসি প্রেসিডেন্ট হয়েছেন শরদ পাওয়ার। ফলে তৃতীয় ভারতীয় হিসাবে নভেম্বরে আইসিসির দায়িত্ব নেবেন জয় শাহ। অস্ট্রেলিয়ার দৈনিক দ্য এজ জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট মাইক বার্ড জানিয়েছেন, দুবাই হাউজে তার থাকতে চাইছেন না গ্রেগ বার্কলে।
নভেম্বরে জয় শাহ আইসিসি প্রেসিডেন্ট হলে দুবাই থেকে মুম্বই হতে পারে বিশ্ব ক্রিকেটের সদর দফতর। নিয়ম বলছে, আইসিসি প্রেসিডেন্ট হতে হলে কোনও ব্যক্তির পক্ষে কমপক্ষে ১৬টি ভোট থাকতে হবে। সেই অঙ্কে জয় শাহ অনেকটাই এগিয়ে। সম্প্রতি শ্রীলঙ্কাতে হয়েছে আইসিসি বার্ষিক সভা। সেই সভাতেই কার্যত তা ঠিক হয়ে গিয়েছিল।