চোটের জন্য কয়েক মাস ধরে মাঠের বাইরে জসপ্রীত বুমরা (Jaspreet Bumrah ) । আইপিএল-এও (IPL 2023) নেই এই পেসার । কবে ফিট হয়ে মাঠে ফিরবেন, সেটা কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না। এই পরিস্থিতিতে বুমরাহকে পরামর্শ দিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার ইয়ান বিশপ (Ian Bishop)। তাঁর মতে, কেরিয়ারের এই পর্যায়ে বোলিং অ্যাকশন পরিবর্তন বুমরাহর জন্য অনেক দেরি হয়ে গিয়েছে । তাই বোলিং অ্যাকশনে এখন বদল আনার চেষ্টা করা উচিত নয় ।
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিশপ বলেন, জসপ্রীতের মতো একজন বোলার যদি সারা বছর ক্রিকেটের সব ফর্ম্যাটেই খেলে, তাহলে ওর পক্ষে ফিটনেস ধরে রাখা খুব কঠিন । বাড়তি চাপ হয়ে যাচ্ছে । শুধু বুমরাহ নয়, তাঁর মতো ফার্স্ট বোলার যেমন, আর্চার, নর্টজে ও শাহিনদেরও যাতে প্রতিটি টুর্নামেন্টে না খেলানো হয়, সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করেছেন ক্রিকেট বোর্ডগুলিকে । তাঁদের খেলানোর বিষয়ে বোর্ডকে সতর্ক ও নির্দিষ্ট হওয়া উচিত বলে মনে করছেন তিনি ।
আরও পড়ুন, Sania Mirza : অর্থলগ্নি সংস্থার দুর্নীতিতে এবার নাম জড়াল সানিয়ার, টেনিস তারকাকে তলব করবে ইডি ?
এছাড়া, জসপ্রীতকে খুব সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি । বিশপের মতে, শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ ফিট হয়ে তবেই তাঁর মাঠে নামা উচিত । সেক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার অনুরোধ করেছেন তিনি ।