ISL 2024 : ক্লান্তি কোথায়? খুঁজছেন অস্কার, কোন পথে এখনও প্লে-অফে উঠতে পারে লাল-হলুদ

Updated : Oct 24, 2024 12:27
|
Editorji News Desk

ফের হার। আইএসএলে এত খারাপ পারফরমেন্স অতীতে কখনও হয়নি। মঙ্গলবার ওড়িশা এফসির বিরুদ্ধে হারের পর আরও হতাশ হয়ে পড়েছেন সমর্থকরা। নতুন কোচ অস্কার ব্রুজোর নেতৃত্বেও দলের হাল ফেরেনি। ফলে আইএসএলে মশাল বাহিনীর ভবিষ্যৎ কী? তা চিন্তার ভাঁজ ফেলেছে সমর্থকদের কপালে। কিন্তু দলের সাফল্য নিয়ে এখনও আশাবাদী নয়া কোচ অস্কার। তাঁর জোর বিশ্বাস, ঘুরে দাঁড়াবে ইস্টবেঙ্গল। 

কোন অঙ্কে নিজেদের জায়গা নিশ্চিত করবে ইস্টবেঙ্গল? 

ওড়িশার বিরুদ্ধে হারার ফলে লিগ টেবিলের শেষে পড়ে রয়েছে ইস্টবেঙ্গল। কলিঙ্গ স্টেডিয়াম থেকেও খালি হাতেই ফিরেছে ইস্টবেঙ্গল। কিন্তু সুপার সিক্সে ওঠার বিষয়ে এখনও আশাবাদী। কোচ অস্কারের কথায়, যদি আইএসএলের প্লে-অফে উঠতে হয়, তাহলে আপাতত শেষ ছয়ের মধ্যে নিজেদের জায়গা পাকা করাই লক্ষ্য। আর সুপার সিক্সে  থাকতে হলে, বাকি থাকা আগামী ১৮টি ম্যাচের মধ্যে ১০ ম্যাচে জিততে হবে মশালবাহিনীকে।


আইএসএলের ইতিহাস বলছে, ২০২২-২৩ মরশুমে প্রথম ৬ ম্যাচ হয়ে গেলেও পয়েন্টের নিরিখে শূন্য ছিল নর্থইস্ট ইউনাইটেড। সেই রেকর্ড ছুঁয়েছে এবার লাল-হলুদ। ফলে বোঝাই যাচ্ছে ক্রমশই পারফরম্যান্স খারাপ হচ্ছে ইস্টবেঙ্গলের। এমনকি ২০২০-২১ মরশুমে প্রথম ছটি ম্যাচের পর ২ পয়েন্ট পেয়েছিল মশালবাহিনী। কিন্তু এবারের অবস্থা আরও খারাপ।

আইএসএলের শুরুর দিনই পয়েন্ট নষ্ট করেছিল ইস্টবেঙ্গল।  বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ০-১ গোলে হেরেছিল মশালবাহিনী। দ্বিতীয় ম্যাচেও কিছু বদল হয়নি। কেরালা ব্ল্যাস্টার্সের বিরুদ্ধে ১ গোলে এগিয়ে থেকেও জয় আসেনি। কেরলের বিরুদ্ধে হারতে হয়েছিল ২-১ গোলে। 

আইএসএলের তৃতীয় ম্যাচে গোয়ার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। ঘরের মাঠের এই ম্যাচেও তেমন সুবিধা করতে পারেনি ইস্টবেঙ্গল। ২-৩ গোলে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। এরপরের প্রতিপক্ষ ছিল জামশেদপুর। এই ম্যাচের আগেই ইস্তফা দিয়েছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন বিনো জর্জ। কিন্তু ওই ম্যাচেও ২-০ গোলে হারে ইস্টবেঙ্গল।  

আইএসএলের পঞ্চম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান। কিন্তু এই ম্যাচেও হাল ফেরেনি। মোহনবাগানের বিরুদ্ধে ২-০ গোলে হারে ইস্টবেঙ্গল। এরই মধ্যে দলের দায়িত্ব নিয়েছেন নতুন কোচ অস্কার ব্রুজো। তাঁর নেতৃত্ব ইস্টবেঙ্গল উড়ান ভরলেও টেকঅফ করতে পারেনি। ফলে টেবিলের শেষেই থেকে গিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু হাল ছাড়তে নারাজ কোচ। বরং নতুন উদ্যমে সুপার সিক্সের জন্য দলকে তৈরি করতে চাইছেন কোচ অস্কার। 

ISL 2024-2025

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও