প্রতীক্ষার অবসান। ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। প্রথম ২১ দিনের সূচি ঘোষণা। লোকসভা নির্বাচনের জন্য দুটি ধাপে চলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে নামবে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২৩ মার্চ, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স।
লোকসভা নির্বাচনের জন্য এবার আইপিএল সূচি ঘোষণা করতে দেরি করেছে বোর্ড। নির্বাচন কমিশন এখনও ভোটের ঘোষণা করেনি। এদিকে শুক্রবার থেকে শুরু হচ্ছে WPL। তার আগেই আইপিএলের প্রথম ধাপের সূচি ঘোষণা বোর্ডের।
আরও পড়ুন: গোড়ালিতে চোট, আইপিএল থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি