আর কানাঘুষো নয়। রবিবারই আইপিএলে নিলামের নির্ঘণ্টে সিলমোহর বসাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বোর্ড জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর মিনি নিলামের আসর বসবে দুবাইয়ের কোকা-কোলা অ্যারিনায়। হাতুড়ির নিচে রাখা হবে ১১৬৬ ক্রিকেটারকে। চার ভারতীয়-সহ ২৫ ক্রিকেটারে বেস প্রাইস ধরা হয়েছে ২ কোটি টাকা।
এ পর্যন্ত এখনও সব ঠিকই আছে। তবে বল কবে গড়াবে, তা রবিবার স্পষ্ট করা হয়নি। কারণ, বোর্ড কর্তারাও তাকিয়ে লোকসভার নির্ঘণ্টের দিকে। সূচি অনুযায়ী, মার্চ-এপ্রিলে শুরুর কথা আইপিএল। কিন্তু ওই সময় লোকসভা ভোটের সম্ভাবনা রয়েছে। তাই, চূড়ান্ত সূচি নিয়ে এখন ধীরে চলতে চাইছেন বোর্ড কর্তারা।
১২ ডিসেম্বর শেষ হচ্ছে ট্রেড উইন্ডো। গত ২৫ নভেম্বর ১০ দল মালিক তাঁদের খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা জমা দিয়েছেন। এবার এই ১০ দল মিলিয়ে নিলামে খরচ করবে মোট ২৬২.৯৫ কোটি টাকা। যা আগে থেকে ঠিক হয়ে ছিল।