২২ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল স্পোর্টসস্টারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২৫ সালে আইপিএলের মেগা নিলাম হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি কতজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবেন! জানালেন আইপিএলের চেয়ারম্যান।
আইপএলের চেয়ারম্যান অরুণ ধামাল জানিয়েছেন, মেগা নিলামে নতুন প্রতিভা আইপিএলে প্রবেশ করার সুযোগ থাকবে। অন্য দেশের নতুন ক্রিকেটারও সুযোগ পাবেন। তাঁর মতে, মেগা নিলাম এলে আফগানিস্তানের মতো দল আইপিএলের জন্য উপকৃত হয়েছে। মেগা নিলামে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ৩-৪ ক্রিকেটারকে ধরে রাখতে পারবেন। যার ফলে আইপিএলের দলগুলিতে অনেক পরিবর্তন হবে।
আইপিএলের মেগা নিলাম মানে অনেক ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা। এই মরশুমে আইপিএলের পরই সেই সুযোগ খুলে যাবে প্রত্যেক ক্রিকেটারের কাছে। এবার ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত আইপিএলের প্রথমাংশের সূচি ঘোষণা করেছে বিসিসিআই।