ভরা ইডেন (Eden) আইপিএলের (IPL 2022) যে ম্যাচ পাচ্ছে, তা অনেক আগেই জানিয়েছিল এডিটরজি বাংলা (editorji bangla)। সোমবার সরকারিভাবে সেই সূচি প্রকাশ করলেন ভারতীয় ক্রিকেটে বোর্ডের (Bcci) সচিব জয় শাহ। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলের একটি কোয়ালিফায়ার (Qualifire) ও একটি এলিমিনেটরের (Eleminetor) খেলা হবে ইডেনে। আগামী ২৪ মে ইডেনে কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পয়েন্ট তালিকায় থাকা প্রথম ও দ্বিতীয় দল। পরের দিন অর্থাৎ ২৫ মে এলিমিনেটর খেলবে তৃতীয় এবং চতুর্থ দল।
এডিটরজি বাংলা অনেক আগেই জানিয়েছিল, আগামী ২৯ তারিখ আইপিএলের মেগা ফাইনাল হবে আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। বোর্ডের সরকারি সূচিতে সেটাই জানানো হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে এই মাঠেই আগামী ২৭ মে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরের জয়ী দল।
একই সঙ্গে এদিন বিসিসিআই ওমেন’স টি-২০ চ্যালেঞ্জেরও (Women’s T20 Challenge) দিনক্ষণ ঘোষণা করেছে। আইপিএল প্লে-অফের পাশাপাশিই চলবে ‘মেয়েদের আইপিএল’। টুর্নামেন্টের প্রথম ম্যাচ ২৩ মে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ২৪ ও ২৬ মে। ফাইনাল হবে ২৮ মে। সবকটি ম্যাচই হবে পুণেতে।