রবিবার আইপিএলের ফাইনাল (IPL Final)। প্লে-অফের লড়াইয়ে (Play Off Battele) মুখিয়ে প্রত্যেক টিম। প্রত্যেক মুহূর্তে বদলাচ্ছে হিসেব-নিকেশ। অন্য ম্যাচগুলির মতো আইপিএলও শুরু হওয়ার সময় ছিল সাড়ে সাতটা থেকে। কিন্তু ফাইনাল ম্যাচ আরও আধ ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আইপিএল কর্তৃপক্ষ।
বিসিসিআই (BCCI) এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ফাইনাল ম্যাচের আগে একটি অনুষ্ঠান হবে। তাই সময় আধঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কোভিডের (Covid 19) পর থেকে আইপিএলে আর কোনও অনুষ্ঠান হয়নি। এবার প্রথম অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: শনিবার আইপিএলে ডু অর ডাই ম্যাচ দিল্লি ক্যাপিটালসের, রোহিতদের জয়ের দিকে তাকিয়ে আরসিবি,
এখনও পর্যন্ত আইপিএলের প্লে-অফে পৌঁছেছে গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। এখনও দুটি টিম আইপিএলের প্লে-অফে পৌঁছবে। ফাইনালে কোনও দল উঠবে, তা এই সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে।