IPL- এর ৭০ টি ম্যাচের সূচি আগেই ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার প্লেঅফ ও ফাইনাল ম্যাচের সূচি দিনক্ষণ, কোথায় খেলা হবে তা জানিয়ে দিল BCCI। গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ৷ শুক্রবার লিগের ২৯ নম্বর ম্যাচে মুখোমুখি হায়দ্রাবাদ ও চেন্নাই৷ ২১ মে শেষ হবে গ্রুপ পর্বের খেলা। ২৩ মে থেকে শুরু হবে প্লেঅফ। ২৮ মে ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
IPL 2023 CSK VS SRH : চেন্নাই বনাম হায়দরবাদ ম্যাচ শুরু, টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ধোনির
আইপিএল ২০২৩-এর প্লেঅফ ও ফাইনালের সূচি
২৩ মে- কোয়ালিফায়ার ১; টিম ১ বনাম টিম ২, চেন্নাই
২৪ মে- এলিমিনেটর; টিম ৩ বনাম টিম ৪, চেন্নাই
২৬ মে- কোয়ালিফায়ার-২; এলিমিনেটরের জয়ী বনাম কোয়ালিফায়ার একের পরাজিত দল
২৮ মে- ফাইনাল; কোয়ালিফায়ার একের জয়ী দল বনাম কোয়ালিফায়ার দুইয়ের জয়ী দল