প্রায় ২ বছর পর ইডেন গার্ডেন্সে ফিরছে আইপিএল। এবার আইপিএল দেখতে সমর্থকদের আগ্রহ তু্ঙ্গে। মঙ্গলবার থেকে ইডেনে দুটি ম্যাচের অনলাইন টিকিট শেষ। বিরাট ও ধোনিকে দেখার জন্য টিকিটের জন্য হাহাকার চলছে।
ইডেনে আইপিএলের প্রথম ম্যাচ ৬ এপ্রিল। আরসিবির বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। বিরাট কোহলিদের ম্যাচ নিয়ে ইডেনে উত্তেজনা সব থেকে বেশি। ৯ দিন আগেই টিকিট শেষ হয়ে গিয়েছে। ২৩ এপ্রিল ইডেনে নামছেন মহেন্দ্র সিং ধোনি। মনে করা হচ্ছে, ধোনির এটাই শেষ আইপিএল। চেন্নাই সুপার কিংসের এই ম্যাচ নিয়েও তাই আগ্রহ তুঙ্গে।
৩১ মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে। প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে।