আইপিএল মেগা নিলাম (IPL Auction 2022) নিয়ে ক্রিকেটারদের কড়া বার্তা দিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে T20 সিরিজের (T20 Series) আগে তিনি জানান, নিলামে বেশি দাম পাওয়া মানেই টিমে জায়গা পাওয়া নয়।
বুধবার থেকে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ T20 সিরিজ (India-WI T20 Series)। তার আগে নিলাম নিয়ে মুখ খুললেন রোহিত। তিনি জানান, "এখন নিলাম শেষ। টিম ইন্ডিয়ার খেলায় মনোযোগ দেওয়ার সময় এসেছে। সেভাবেই ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করা হবে।" ভারত অধিনায়ক সাফ জানিয়ে দেন, "আইপিএল ফ্র্যাঞ্চাইজির ব্যাটিং অর্ডার অনুযায়ী, টিম ইন্ডিয়ায় কোনও কিছু ঠিক হবে না।"
আরও পড়ুন: রাহুলের চোটে শিকে ছিঁড়ল ঋষভের, আসন্ন টি২০ সিরিজে রোহিতের ডেপুটি হলেন ঋষভ পন্থ
উল্লেখ্য, আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে টিমের হয়ে ওপেন করেন ইশান কিষাণ ও ভেঙ্কটেশ আইয়ার। শ্রেয়র আইয়ার তিন নম্বর পজিশনে নামেন। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টিমে আছেন তাঁরা।