IPL Bengal Cricketer : আইপিএলের মিনি নিলামে নজর বঙ্গ ব্রিগেডে, নজরে কারা ?

Updated : Dec 23, 2022 20:03
|
Editorji News Desk

শুক্রবার ফুটবলের কেরলে, ক্রিকেটের নিলাম। কোচিতে বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি অকশন।  দেশি-বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি বাংলা তাকিয়ে থাকবে রাজ্যের একঝাঁক ক্রিকেটারের দিকে। কারণ, দীর্ঘদিন পর আইপিএল নিলামে রয়েছেন বাংলার একাধিক ক্রিকেটার।  তাঁরা হলেন, অভিমন্যু ঈশ্বরন, মুকেশ কুমার, রবি কুমার, ঈশান পোড়েল, সুদীপ ঘরামি, অগ্নিভ পান, অভিষেক পোড়েল, প্রয়াস বর্মণ, ঋত্বিক চট্টোপাধ্যায়, গীত পুরি এবং ঋত্বিক রায়চৌধুরী। এরমধ্যে গতবছর প্রীতি জিন্টার পঞ্জাব দলে ছিলেন ঈশান পোড়েল এবং ঋত্বিক চট্টোপাধ্যায়। তাঁদের নিলামের আগে ছেড়ে দেওয়া হয়েছে। অভিমন্যু ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন। মুকেশ কুমার এক দিনের দলে ডাক পেলেও অভিষেক হয়নি। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন রবি কুমার।

শুক্রবার হাতুড়ির নিচে নাম থাকবে ৪০৫ জন ক্রিকেটারের। এরমধ্যে বিক্রি হবে মাত্র ৮৭ জন। ইতিমধ্যে কোন দলের কাছে টাকার অঙ্ক কত, তা ঘোষণা করা হয়েছে। এবারও নিলামে কার্যত খালি হাতেই যাবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আর টাকার ঝুলি ভরে অকশনে বসবে গুজরাত। 

উল্লেখযোগ্যদের মধ্যে নাম রয়েছে, জো রুট, বেন স্টোকস, শাকিব-আল-হাসানদের। ১৯ জন ক্রিকেটার রয়েছেন যাঁদের সর্বনিম্ন দাম ২ কোটি টাকা। ১ কোটি ৫০ লক্ষ টাকা দাম রয়েছে ১১ জন ক্রিকেটারের। ২০ জন ক্রিকেটারের সর্বনিম্ন মূল্য ১ কোটি টাকা।

CricketBengalIPL Auction 2022IPL Auction

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও