আইপিএলের (IPL) সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)- এর কোনও তুলনা হয় না। কারণ আইপিএল এখন বিশ্বের দ্বিতীয় সেরা লিগ (প্রতিটি ম্যাচের টাকার অঙ্কের ভিত্তিতে)। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপরেই এক সাংবাদিক সম্মেলনে তাঁকে দু'দেশের ক্রিকেট সংক্রান্ত নানা প্রশ্ন করা হয়। সেই সাক্ষাৎকারে ভারত এবং বাংলাদেশের টি-টোয়েন্টি লিগের তুলনা টেনে প্রশ্ন করা হয়।
জবাবে সৌরভ জানান, বাংলাদেশের ক্রিকেট গত দু’দশকে অনেক উন্নতি করছে। আরও কীভাবে উন্নত করা যায় তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও তাঁর কথা হয়েছে। বিপিএল অবশ্যই ভাল লিগ। তবু আমি আইপিএলের সঙ্গে বিপিএলের কোনও তুলনা করতে রাজি নন তিনি।
আরও পড়ুন - অধিনায়ক হিসাবে তিনি ব্যর্থ, মনে করেন বিরাট কোহলি
সৌরভের কথায়, আইপিএল এখন অন্য রকম ব্র্যান্ড। যা খেলোয়াড়দের মান বা অর্থের দিক থেকে অনেক এগিয়ে গিয়েছে। আইপিএল এখন বিশ্বের দ্বিতীয় সেরা লিগ।