চলতি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালস-কে নেতৃত্ব দেবে কে ? ঋষভ পন্থ নাকি ডেভিড ওয়ার্নার ? মঙ্গলবার দলের নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । জানিয়ে দিলেন আসন্ন আইপিএলে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থই । ২৬ বছরের উইকেটরক্ষক-ব্যাটারের উপরই ভরসা রাখল দিল্লি ।
দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দল বলেছেন, "পন্থকে অধিনায়ক হিসাবে আবার স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত । ঋষভকে দলের সঙ্গে মাঠে নামতে দেখার জন্য আর আমাদের তর সইছে না । নতুন উদ্যম নিয়ে একটা নতুন মরসুমের দিকে তাকিয়ে রয়েছি ।'
আরও পড়ুন, Suryakumar Yadav: কবে দলে ফিরবেন স্কাই, সোশ্যাল মিডিয়ার পোস্টে বাড়ল জল্পনা
২০২১ এবং ২০২২-এর আইপিএল-এ দিল্লিকে নেতৃত্ব দেন পন্থ । তারপরই গাড়ি দুর্ঘটনার জেরে দীর্ঘদিন ২২ গজ থেকে দূরে থেকেছেন । গত মরসুমে ঋষভ পন্থের অনুপস্থিতিতে অধিনায়ক হয়েছিলেন ডেভিড ওয়ার্নার । চলতি আইপিএলে দিল্লি কাকে অধিনায়ক করবে, পন্থ নাকি ওয়ার্নারকে, সেই নিয়ে জল্পনা চলছিলই । অবশেষে সেই জল্পনার অবসান ঘটাল দিল্লি । আইপিএল-এর চলতি মরসুমের মধ্যে দিয়েই ফের মাঠে কামব্যাক হতে চলেছে ঋষভের ।