চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সোমবার আইপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে বেঙ্গালুরু। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। এই ম্যাচ নিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে অনুরাগীদের মধ্যে। কোন ক্রিকেটারদের উপর নজর থাকবে রইল তালিকা।
এদিনের ম্যাচে বাড়তি নজর থাকবে বিরাট কোহলির দিকে। কারণ দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছেন তিনি। প্রথম ম্যাচে মাত্র ২১ রান করে আউট হয়েছিলেন। আইপিএলে ভাল পারফর্ম করতে পারলে তবেই বিশ্বকাপে জায়গা পাকা হবে তাঁর।
প্রথম ম্যাচে নজর কেড়েছেন বেঙ্গালুরু উইকেট কিপার ব্যাটার অনুজ রাওয়াত। আগামী ম্যাচে তাঁর ব্যাট থেকে বড় রানের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। নজর থাকবে দিনেশ কার্তিকের দিকেও। প্রয়োজনে দ্বিতীয় ম্যাচ থেকে তাঁকে উইকেট কিপিংয়ে দেখা যেতে পারে।
আরও পড়ুন - গত এক বছরে জীবনের বিশেষ মুহূর্ত কোনটা? জানিয়ে দিলেন বিরাট কোহলি
এছাড়াও বিশেষভাবে নজর থাকবে মহম্মদ সিরাজের দিকে কারণ ঘরের মাঠে পারফর্ম করবেন তিনি। বোলিংয়ের পাশাপাশি নজর থাকবে ক্যামেরন গ্রিনের দিকেও।