আইপিএলে মঙ্গলবার ধুন্ধুমার লড়াই। ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে নামছে দিল্লি ক্যাপিটালস। প্লে-অফে ওঠার লড়াইয়ে সবকটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতিপক্ষ রাজস্থান রয়্য়ালস। এই মরশুমে সবথেকে ধারাবাহিক টিম তাঁরা। তাই চিন্তা থাকবে দিল্লি শিবিরে।
গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১ রানে হারতে হয় রাজস্থান রয়্যালসকে। টানা ৪ ম্য়াচ জয়ের পর প্রথম হারতে হয় রাজস্থান রয়্যালসকে। রবিবার লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছে কেকেআর। এই ম্যাচ তাই রাজস্থানের কাছে গুরুত্বপূর্ণ। অনুশীলনে হালকা মেজাজেই দেখা যায় রিয়ান পরাগ, বাটলারদের। ব্যাটিং শক্তির পাশাপাশি বোলিংয়ের দিকেও নজর দিচ্ছে দল। দিল্লিকে হারালেই প্লে-অফে উঠে যাবে রাজস্থান রয়্যালস।
এদিকে এই ম্যাচে জিততেই হবে দিল্লিকে। শেষ ১১ ম্যাচে পাঁচটি ম্যাচে জিতেছে দিল্লি। ৬ ম্য়াচে হারতে হয়েছে ঋষভ পন্থদের। এই ম্যাচে পন্থকে বিধ্বংসী ফর্মে খেলতে হবে। ফর্মে আছেন জেক ফ্রেজার ম্যাকগুর্ক। তিনটি ম্যাচেই জিততে হবে ঋষভ পন্থদের। তা হলে তাঁদের পয়েন্ট হবে ১৬। তবু চেন্নাই ও লখনউয়ের দিকে তাকিয়ে থাকতে হবে। তবেই প্লে-অফে ওঠার সুযোগ আছে দিল্লির।