এবার লোকসভা নির্বাচনের জন্য দুটি পর্বে হবে আইপিএল। বৃহস্পতিবার প্রথম পর্বের সূচি ঘোষণা হয়েছে। ২৩ মার্চ প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। প্রথম পর্বে ৩টি ম্যাচ খেলবে কেকেআর।
প্রথম পর্বে মাত্র একটি ম্যাচই পেয়েছে ইডেন। ঘরের মাঠে ২৩ মার্চ নামবে কেকেআর। মোট ৩টি ম্যাচ খেলবে কেকেআর। ২৯ মার্চ চিন্নাস্বামীতে আরসিবি-র বিরুদ্ধে নামবে কেকেআর। এরপর ভাইজ্যাগে ৩ এপ্রিল নামবে কলকাতা। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন: ২২ মার্চ আইপিএল শুরু, ২১ দিনের সূচি প্রকাশ্যে, প্রথম ম্যাচে CSK-RCB
প্রথম পর্বে আর ম্যাচ নেই কেকেআরের। দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করার পর কলকাতার আগামী ম্যাচের সূচিগুলি জানা যাবে।