IPL 2024 GT vs MI Preview: রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক, প্রতিপক্ষ গুজরাত টাইটান্স

Updated : Mar 24, 2024 06:23
|
Editorji News Desk

জীবনের নতুন অধ্যায় শুরু করছেন হার্দিক পান্ডিয়া। তাঁর হাত ধরে আইপিএলে চ্যাম্পিয়ন হয় গুজরাত টাইটান্স। এবার সেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে খেলতে নামছেন হার্দিক। তাই এই ম্যাচ দুই ফ্র্যাঞ্চাইজির অনুরাগীদের কাছেই সম্মানের লড়াই। 

গত অক্টোবর মাসে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে ছিটকে যান হার্দিক পান্ডিয়া। এরপর থেকে জাতীয় দলে ফিরতে পারেননি। এবার আইপিএলেই কামব্যাক করছেন হার্দিক। এবার গুজরাত টাইটান্সকে প্রথমবার আইপিএল নেতৃত্ব দেবেন শুভমান গিল।  
  
আইপিএলে রোহিত শর্মার নেতৃত্বে পাঁচবার চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। এবার রোহিতকে অন্য দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্জাইজি। ইশান কিষাণের ফর্মের দিকেও নজর রাখবে বিসিসিআই। এদিকে চোটের জন্য প্রথম ম্যাচে নেই সূর্যকুমার যাদব, বেহরনডার্ফ, দুলশান মদুশঙ্কা। মুম্বই টিমে এসেছেন লিউক উড ও দক্ষিণ আফ্রিকার কেনা মাফাকা।

এদিকে গুজরাত টাইটান্স টিমে রশিদ খান ফিট হয়ে গিয়েছেন। কেন উইলিয়াসনের অভিজ্ঞতাও এবার কাজে লাগবে গিলদের। গত মরশুমে মাঝপথে চোট পেয়ে ছিটকে যান তিনি। এদিকে আইপিএলে নেই মহম্মদ শামিও। যা গুজরাত টাইটান্সের কাছে চিন্তার কারণ।  

Mumbai Indians

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও