শুক্রবার ঘরের মাঠ ইডেনে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। গত দুটি ম্যাচে জিতেছে কলকাতা। এখন লক্ষ্য হ্যাট্রিক। অন্যদিকে গত ম্যাচে মরশুমের প্রথম জয় পেয়েছে হায়দরাবাদ। ফলে, তারাও প্রতিপক্ষ কেকেআরকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়ে মরিয়া।
এখনও পর্যন্ত মোট ২৩টি ম্যাচে কলকাতার মুখোমুখি হয়েছে হায়দরাবাদ। যার মধ্যে ১৫টি ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ফলে, জয় নিয়ে বেশ কিছুটা আত্মবিশ্বাসী নাইটরা। শেষ ম্যাচ জিতে ফর্মে রয়েছে হায়দরাবাদও।
প্রত্যাশিত একাদশ:
কেকেআর: নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, এন জগদীসান, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, সুয়শ শর্মা, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার।
হায়দরাবাদ: এইডেন মার্করাম, মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠী, হেনরিক ক্লাসেন, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কন্ডে, উমরান মালিক, টি নটরাজন।