আইপিএলে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। পঞ্জাব কিংসের (PK) বিরুদ্ধে ২০০ রানের বেশি স্কোরবোর্ডে তুলেও হারতে হয় আরসিবিকে। কলকাতার বিরুদ্ধে বোলিং আক্রমণ মজবুত করতে চাইছে ফাফ দুপ্লেসিরা (Du Plessi)।
প্রথম ম্যাচ থেকেই দারুণ ফর্মে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে টিম। ব্যাটসম্যানদের কম রানে আটকে দেন বোলাররা। আর সহজেই রান তাড়া করে জিতে যায় কেকেআর। অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Ayer) নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকেও হারিয়ে এবার আইপিএলে আত্মবিশ্বাস বাড়াতে চায় কেকেআর।
আরও পড়ুন: চোট কাটিয়ে গুজরাট টাইটান্সের হয়ে দারুণ পারফরম্যান্স হার্দিক পান্ডিয়ার
গত ম্যাচে আরসিবির অধিনায়ক ফাফ ডুপ্লেসি মাত্র ৫৭ রানে ৮৮ রান করেন। ভালো ফর্মে আছেন বিরাট কোহলিও। ২৯ বলে ৪১ রান করেন তিনি। দীনেশ কার্তিক ও অনুজ রাওয়াতও ভাল খেলেছেন। ব্যাটিং নিয়ে তেমন কোনও চিন্তা নেই আরসিবির। কিন্তু কেকেআরের ম্যাচের আগে বোলিং আক্রমণের দিকেই নজর দিতে চাইছেন অধিনায়ক দুপ্লেসি।