আসন্ন আইপিএলের (IPL 2022) গ্রুপ পর্বের নিয়ম বদলে গেল। সেই সঙ্গে দু'টি গ্রুপে ভাগ করা হল দলগুলিকে।
গ্রুপ বিভাজন অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্সের (KKR) গ্রুপে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) রাজস্থান রয়্যালস (RR) এবং লখনউ সুপারজায়ান্টস (LSG)।
অন্য একটি গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস (CSK), গুজরাট টাইটান্স (Gujrat Titans), সানরাইজার্স হায়দরাবাদ (SRH), পাঞ্জাব কিংস (Punjab Kings) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)।
আরও পড়ুন: Wriddhiman Saha: আরও বিপাকে ঋদ্ধি, সৌরভ, রাহুলের বিরুদ্ধে মুখ খোলায় জিজ্ঞাসাবাদ করতে পারে বোর্ড
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি চার দলের সঙ্গে দু’টি ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপে তার রো-তে থাকা দলের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে। বাকি চার দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে।
কলকাতা দু’টি করে ম্যাচ খেলবে তার গ্রুপে থাকা মুম্বই, দিল্লি, রাজস্থান এবং লখনউয়ের বিরুদ্ধে। অন্য গ্রুপে তার রো-তে থাকা হায়দরাবাদের বিরুদ্ধেও দু’টি ম্যাচ খেলবে কেকেআর। বাকি চার দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে কলকাতা।