১২৮ বছর পর অলিম্পিক গেমসে ফিরল ক্রিকেট। শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। লস এঞ্জেলসের অলিম্পিকে ২০২৮ সালে মাঠে নামবে ক্রিকেট টিমগুলি।
মুম্বইয়ে একটি এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে এসে একথা স্বীকার করেন নেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ। তিনি জানান, T20 ফরম্যাটেই অলিম্পিকে ক্রিকেট আয়োজিত হবে। বেসবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ ও লাক্রোসের পাশাপাশি অলিম্পিকে নতুন খেলা হিসেবে অন্তর্ভূক্তি ক্রিকেটের।
তবে সোমবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে এই নিয়ে ব্যালট পেপারে নির্বাচনও হওয়ার কথা। ২০২৮ অলিম্পিকে এই খেলার অন্তর্ভূক্তি হবে কিনা, তা নিয়ে ভোট দেবেন সদস্যরা।