তিন দশক পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরল পাকিস্তানে। করাচি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচে আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ড। খুশি যেমন রয়েছে পাক জনতার মধ্যে। তেমনই দুঃখ ভারতের খেলতে না আসা। পাক ক্রিকেট ফ্যানদের মতে, এই টুর্নামেন্ট আরও আরও জমে উঠত, যদি পাকিস্তানের মাটিতে খেলতে আসত ভারত।
১৯৯৬ সালে শেষবার পাকিস্তানের মাটিতে বসেছিল ক্রিকেট বিশ্বকাপের আসর। অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। তারপর রাজনৈতিক কারণে বারবার ধাক্কা খেয়েছে পাকিস্তানের মাটিতে ক্রিকেট। এই শতকের একবার চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে পেয়েও সন্ত্রাসের কারণে তা ছেড়ে দিতে হয়েছিল পাকিস্তানকে।
সাত বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করছে আইসিসি। দায়িত্ব নিয়েই প্রবল প্রশ্নের মুখে পড়তে হয়েছিল পাকিস্তানকে। বিশেষ করে ভারতকে নিয়ে চাপ বেড়েছে পাক ক্রিকেট বোর্ডের উপর। একসময় প্রায় দূরহ হয়েছিল পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাবনা।
পরবর্তী সময়ে, আইসিসি-র হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হয়। ঠিক হয়েছে, দুবাইয়ে খেলবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের টিকিট অনেক আগে বিক্রি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই নিরাপত্তায় ঘেরা করাচির ন্যাশানল স্টেডিয়াম। টুর্মামেন্ট শুরুর আগে সেখানে গিয়ে সিরিজ খেলছে নিউজিল্যান্ড।