আগের দিনই পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। সেই ঘোর কাটার আগেই ডব্লিউপিএলের নিলাম (WPL Auction 2023)। রেকর্ড দর পেয়েছেন স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মারা। দক্ষিণ আফ্রিকা থেকেই সেলিব্রেশনে মাতলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। মেয়েদের ক্রিকেটে এমন উন্মাদনা প্রথম বার।
T20 বিশ্বকাপ খেলতে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় টিম ইন্ডিয়া।একটি ভিডিয়োতে দেখা যায়, একই সঙ্গে টেলিভিশনে নিলাম দেখছেন ভারতীয় ক্রিকেট দলের সব সদস্যরা। নিলামের দর উঠতেই কেউ চিৎকার করছেন, কেউ বা হাততালি, কেউ সিটি বাজাচ্ছেন। উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি টিম ইন্ডিয়ার সদস্যরা।
আরও পড়ুন: মেয়েদের আইপিএলে বেঙ্গালুরুতে যোগ স্মৃতি মান্ধানার, হরমনপ্রীত কৌরকে কিনল মুম্বই
নিলামে ৫টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছে। আর তাতে ভারতীয় ক্রিকেটারদের কিনতেই ঝাঁপিয়েছে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি। স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, হরমনপ্রীত ছাড়াও দর পেয়েছেন অনেক ক্রিকেটারই। পাকিস্তানের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স করে রেকর্ড দর পেয়েছেন জেমাইমা রড্রিগেজ়ও।