শেষ T20 ম্যাচে জয় হরমনপ্রীত কৌরদের। ইংল্যান্ডকে রবিবার ৫ উইকেটে হারালেন তাঁরা। ৩ উইকেট নিলেন বাংলার সাইকা ইশাক। ভারতীয় বোলারদের দাপুটে ইনিংসে ১২৬ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। এক ওভার বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় টিম ইন্ডিয়া।
প্রথম দুটি T20 জিতে আগেই সিরিজে জেতে ইংল্যান্ড। ভারতের কাছে এই ম্যাচ সম্মান রক্ষার ম্যাচ ছিল। প্রথমে ব্যাট করতে নেমে ব্যর্থ হন দুই ওপেনারই। তাঁদের দুজনকে আউট করেন রেনুকা সিং। সাইকার দাপটে ইংল্যান্ডের মিডল অর্ডার ভেঙে যায়। ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংরেজ টিম। সাইকার সঙ্গে এই ম্যাচে ৩ উইকেট তুলে নিলেন অভিষেক হওয়া শ্রেয়াঙ্কা পাটিল। দুটি করে উইকেট রেনুকা ও আমনজ্যোতের।