দীপ্তি শর্মার ৫ উইকেট, রিচা ঘোষের ৯৬ রান। কোনওটাই কাজে লাগল না। ওয়াংখেড়েতে মাত্র ৩ রানে হেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হাতছাড়া করলেন হরমনপ্রীতরা। টানা দুটি ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওপেনার লিচফিল্ড ৬৩ রান করেন। হাফসেঞ্চুরি করেন এলিসি পেরি। ৫০ ওভারে ২৫৮ রান তোলে অস্ট্রেলিয়া। ৫ উইকেট নেন ভারতের দীপ্তি শর্মা। জবাবে ব্যাট করতে নেমে ইয়াস্তিকা ১৪ রানে ফেরেন। ৩৪ রান আসে স্মৃতির ব্যাটে। ৯৬ রান করে লড়ছিলেন বাংলার মেয়ে রিচা। ৪৪ রান করেন জেমাইমা রড্রিগেজ়ও। রিচা ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং।
আরও পড়ুন: বল হাতে ঝড় তুললেন দীপ্তি শর্মা, অজিদের বিরুদ্ধে গড়লেন রেকর্ড
অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন আনাবল সাদারল্যান্ড। ২ উইকেট জিওর্জিয়া ওয়ারেহ্যাম। ১টি করে উইকেট নেন গার্ডনের, কিম গার্থ ও আলানা কিংয়ের।