মেজাজটাই আসল রাজা। ডনের সিডনি মজে কোহলি জ্বরে। বৃহস্পতিবারের ম্য়াচ খেলতে স্টিভ ওয়া শহরে পৌচ্ছে গেল রাহুল দ্রাবিড় অ্য়ান্ড কোম্পানি। মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে টগবগে ভারতীয় শিবির। এরমধ্য়ে সিডনিতে পৌচ্ছেই ভক্তদের আবদার মেটাতে হল বিরাটকে।
কেউ চাইলেন অটোগ্রাফ, কারুর সঙ্গে আবার সেলফি। ভিন্ন ভক্ত, ভিন্ন আবদার। সবটাই মেটালেন কিং কোহলি। পাকিস্তান ম্য়াচ জয়ের পর থেকেই বদলে গিয়েছে টিম ইন্ডিয়ার মেজাজ। সবাইকে দেখে বেশ ফুরফুরে মনে হল। ছেলে অগস্তকে কোলে নিয়ে বেড়াচ্ছেন হার্দিক। নিজেদের মধ্যে মজা করছেন কার্তিক ও অশ্বিন। এমনকী খোশ মেজাজেই পাওয়া গেল মহম্মদ সিরাজকে।
তবে বিরাট মুগ্ধ হলে ভক্তদের উন্মাদনা। মেলবোর্নে জীবনের অন্যতম সেরা ইনিংস দেশবাসীকে উপহার দিয়েছেন বিরাট। বুঝিয়ে দিয়েছেন সব কিছু ঠিক থাকলে এই বিশ্বকাপ তাঁর হতে পারে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিশ্বকাপের পরের ম্য়াচ খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ নেদারল্যান্ড। এই ম্য়াচ বড় ব্যবধানে জিতে রান রেট বাড়িয়ে রাখতে চান ভারতে কোচ রাহুল দ্রাবিড়।