সিরিজ ১-১। এই অবস্থায় রাজকোটে শুরু হবে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। তার আগে স্পোর্টিং উইকেটের দাবি তুললেন ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব। রাজকোট ম্যাচের আগে কুলদীপ জানিয়েছেন, স্পোর্টিং উইকেট টেস্ট ক্রিকেটের জন্য আর্দশ।
হায়দরাবাদ এবং বিশাখাপত্তনম, দক্ষিণের এই দুই শহরের পর পশ্চিমের রাজ্য গুজরাতে খেলা হবে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ। এদিন কুলদীপ জানিয়েছেন, হায়দরাবাদের পিচ নিয়ে অভিযোগ থাকলেও, বিশাখাপত্তনমের পিচ নিয়ে কোনও অভিযোগ থাকতে পারে না।
কুলদীপের দাবি, ওই পিচে স্পিনাররা যেমন উইকেট নিয়েছেন, তেমন পেসারাও আগুন ঝড়িয়েছেন। ব্যাটার যশস্বীর ঐতিহাসিক ডবল ওই পিচেই হয়েছে। তাই কুলদীপ মনে করেন, রাজকোটের স্পোর্টিং উইকেটে টেস্ট খেলবে দুই দেশ।