টেস্ট ক্রিকেটের সেরার সেরা লড়াই কী! একটা সময় ছিল, যখন অ্যাসেজকে বলা হত, মর্যাদার লড়াই। গত কয়েকদশকে টেস্ট ক্রিকেটের সবথেকে উৎকৃষ্ট লড়াই বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত বনাম অস্ট্রেলিয়া। এবার অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে নামবে ভারত। ২০১৬-১৭ মরশুম থেকে ২০২২-২৩ মরশুম। টানা চারবার বর্ডার-গাভাসকর ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত। শেষবার ২০১৪-১৫ মরশুমে জিতেছিল অস্ট্রেলিয়া। এবার ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজে জয়ের জন্য ঝাঁপাবে অজি ব্রিগেড। এই বর্ডার-গাভাসকর ট্রফিতে বেশ কয়েকটি পরিসংখ্যানে এখনও এগিয়ে ভারতীয় ক্রিকেটাররা।
কোনও বড় সিরিজ শুরুর আগে মনোস্তাত্বিক লড়াই। অস্ট্রেলিয়ার ক্রিকেটদের কাছে এটি প্রাচীন প্রথা। এর মাধ্যমে প্রতিপক্ষের মানসিকতা সম্পূর্ণ শুরু করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাও। এবার বর্ডার-গাভাসকর ট্রফি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই ওয়াকাতে অনুশীলন শুরু করেছে ভারত। রোহিত শর্মা ছাড়া বাকি ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন। জাানা গিয়েছে, ক্যাঙারুর দেশে গিয়েই দলের তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ দিতে শুরু করেছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরার মতো সিনিয়র ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পেয়েছেন একঝাঁক তরুণ ক্রিকেটার। যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, অভিমূন্য ঈশ্বরণ, সরফরাজ খান, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণদের মতো ক্রিকেটারদের এটাই প্রথম অস্ট্রেলিয়া সফর। তাই অভিজ্ঞ বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরারা প্রশিক্ষণ দিচ্ছেন তরুণ ক্রিকেটারদের।
সিরিজ যত এগিয়ে আসছে, উন্মাদনা বাড়ছে। প্রত্যাশাও বাড়ছে। অস্ট্রেলিয়া সফরে গিয়ে কতটা পারফর্ম করতে পারবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা! বর্ডার-গাভাসকর ট্রফির পরিসংখ্যানের হিসেবে এগিয়ে টিম ইন্ডিয়া। এই সিরিজে সর্বাধিক রান পাওয়া ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। এখনও রানের নিরিখে শীর্ষে সচিন। ৩৪টি টেস্ট খেলে তাঁর রান ৩২৬২। ৯টি সেঞ্চুরি ও ১৬টি হাফসেঞ্চুরি আছে তাঁর। তিন নম্বরে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ ও চার নম্বরে রাহুল দ্রাবিড়। লক্ষ্মণের রান ২৪৩৪, দ্রাবিড় করেছেন ২১৪৩ রান। অস্ট্রেলিয়ার মাটিতে দুই ভারতীয় ব্যাটসম্যানের দ্বিশতরান আছে। সিডনিতে সচিনের সর্বাধিক রান ২৪১ নট আউট। অ্যাডিলেডে ২৩৩ রান করেন রাহুল দ্রাবিড়। তবে ঘরের মাঠে এই সিরিজে ডাবল সেঞ্চুরি করেছেন অনেক ক্রিকেটারই। ইডেন গার্ডেন্সে এই সিরিজেই ২৮১ রানের ইনিংস খেলেন ভিভিএস লক্ষ্মণ। ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফিতে দ্বিশতরান করার নজির আছে অনেক ভারতীয় ক্রিকেটারের। এই তিন ক্রিকেটার ছাড়াও এই সিরিজে ডাবল সেঞ্চুরি করেন মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, চেতেশ্বর পূজারা। চেন্নাইয়ে ২০১৩ সালে ২২৪ রান করেন ধোনি। ২০০৮ সালে দিল্লিতে ডাবল সেঞ্চুরি পান গৌতম গম্ভীরও। ২০১৩ সালে হায়দরাবাদ টেস্টে এই সিরিজে ডাবল সেঞ্চুরি করেন চেতেশ্বর পূজারা।
এখনও পর্যন্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যক্তিগত সর্বাধিক রান করেছেন মাইকেল ক্লার্ক। সিডনিতে ৩২৯ রানের ইনিংস আসে ক্লার্কের ব্যাটে। বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বাধিক উইকেট শিকারি নাথান লিওন। ২৬টি টেস্ট খেলে ১১৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। তবে ২টি কম উইকেট নিয়ে দুই নম্বরেই আছেন রবিচন্দ্রন অশ্বিন। তিন থেকে সাত নম্বর, পাঁচটি স্থানেই আছেন ভারতীয় বোলাররাই। সর্বাধিক উইকেট শিকারের নিরিখে ১১১টি উইকেট নিয়ে তিন নম্বরে অনিল কুম্বলে। এরপর রয়েছেন হরভজন সিং, রবীন্দ্র জাদেজা, জাহির খান, ইশান্ত শর্মা।