ইন্দোরে সিরিজের শেষ একদিনের ম্যাচ। সোমবারই মধ্যপ্রদেশে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। দলের সতীর্থ ঋষভ পন্থের (Rishabh Pant) দ্রুত আরোগ্য কামনা করে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা (Team India Cricketer)।
সোমবার সকালে মধ্যপ্রদেশের উজ্জ্বইনে মহাকালেশ্বর মন্দিরে দেখা যায় সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দরকে। সূর্যকুমার জানান, ঋষভের আরোগ্য প্রার্থনা করতেই তাঁরা মহাকাল মন্দিরে এসেছেন।
আরও পড়ুন: মেলবোর্নে সানিয়া-বোপান্না ম্যাজিক, অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলসে ভারতীয় জুটি
গত ৩০ ডিসেম্বর, গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ঋষভ পন্থ। সংবাদ সংস্থা এএনআই-কে সূর্যকুমার জানান, "ঋষভ পন্থের ফিরে আসা আমাদের জন্য খুবই জরুরি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই সিরিজ জিতে গিয়েছি। শেষ ম্যাচে ইন্দোরে নামবে টিম।"