T20 World Cup 2024: চ্যাম্পিয়ন হয়ে কেঁদে ফেললেন হার্দিক, মাঠে শুয়ে রোহিত, আবেগতাড়িত টিম ইন্ডিয়া

Updated : Jun 30, 2024 01:46
|
Editorji News Desk

শেষ ওভারের শেষ বল। নোকিয়ার ব্যাট থেকে বল মিড উইকেটের দিকে যায়। এরপরই হাঁটু মুড়ে বসে পড়লেন হার্দিক পান্ডিয়া। মাটিতে শুয়ে পড়ে ঘাসে আঘাত করছেন অধিনায়ক রোহিত শর্মা। ১৩ নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই যন্ত্রণার রাতের দৃশ্য যেন মনে পড়ে যায় আপামর ক্রিকেটপ্রেমীদের। রিজার্ভ বেঞ্চে বসে সিরাজের চোখেও জল। রোহিত জড়িয়ে ধরলেন বিরাট কোহলিকে। বিরাটও রোহিতের কাঁধে মুখ গুঁজে। চোখ তাঁরও চিকচিক করছে। আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলেন না কেউই। 

অবশেষে সেই মুহূর্ত এল। ২০০৭ সালে পাকিস্তান।  ১৭ বছর পর ২০২৪-এ দক্ষিণ আফ্রিকা। রোহিতের হাতে যখন ট্রফি এল, সব ক্রিকেটারদের হাত তখন শূন্যে। মুঠো করে ধরে রাখা চ্যাম্পিয়ন হওয়ার তাগিদ। T20 ক্রিকেটের ফরম্যাটে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া দেশ, দ্বিতীয় বার এত বছরের অপেক্ষার পর ট্রফি জিতল। ২০২৬ বিশ্বকাপে বিরাট-রোহিত হয়তো থাকবেন না। তবে ধোনি পরবর্তী যুগে নতুন এক প্রজন্মকে শিখিয়ে গেল, এতদিনের অপেক্ষা কখনও মিথ্যে হয়ে যায় না। আর কেরিয়ারে প্রথম T20 বিশ্বকাপ জিতে এই ফরম্যাট থেকেই বিদায় নিয়ে নিলেন বিরাট। কিং কোহলিকে আর দেখা যাবে না এই ছোট ফরম্যাটে। বিশ্বজয়ের মধ্যেই যেন বেজে উঠল বিষাদের সুর। 

তবে শেষ ভাল যার, সব ভাল। ২০১৪-এ ফাইনালে উঠে হার। তারপর ২০১৬ সালে সেমিফাইনালে হার। ২০২২-এও সেমিফাইনাল থেকে বিদায়। ২০২৪-এ সেই মুঠো আলগা হতে দেয়নি রোহিত ব্রিগেড। একটা সময় যখন ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে লড়াই, আর জয়। T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। 

TEAM INDIA

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও