চোট পেয়েছেন সূর্যকুমার যাদব। কোথায় চোট পেয়েছেন? এমনকি তাঁর আইপিএলে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। তবে, কি আইপিএলে খেলবেন না সূর্যকুমার ? এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন খোদ সূর্যকুমারই।
সোশ্যাল মিডিয়ায় সূর্য জানিয়েছেন, কোথাও একটা ভুল হচ্ছে। তাঁর গোড়ালিতে চোট লাগেনি। স্পোর্টস হার্নিয়া হয়েছিল, কয়েক সপ্তাহ আগেই অস্ত্রোপচার হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠছেন। খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন।
আরও পড়ুন - সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে 'স্পিচ' কোচ রাহুল দ্রাবিড়ের, প্রশংসা তরুণ ক্রিকেটারদের
ফলে, বোঝাই যাচ্ছে গোড়ালির সমস্যায় ভুগছেন না সূর্যকুমার। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা রয়েছে তাঁর। তবে, প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তিনি সুস্থ হবেন কী না এখন সেটাই দেখার।