টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মের ফেরারিতে বাংলার রিচা। তার ইনাম এবার আইসিসির ক্রমতালিকায়। মহিলা বিভাগে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২০ নম্বরে ভারতের এই ক্রিকেটার। যা রিচার জীবনে এখনও পর্যন্ত সেরা প্রাপ্তি। আয়ারল্যান্ড ছাড়া চলতি বিশ্বকাপে প্রতিটি ম্যাচে বড় রান করেছেন রিচা। ইংল্যান্ড ম্যাচ না জিতলেও, রিচার লড়াই প্রশংসা পেয়েছে। মহিলাদের প্রথম আইপিএলে আরসিবির হয়ে খেলবেন রিচা। তাঁকে ১ কোটে ৯০ লাখ টাকা দিয়ে কিনেছে বিরাট কোহলির দল।
তবে রিচা ছাড়াও আইসিসির ক্রমতালিকায় আছেন একাধিক ভারতীয় মহিলা ক্রিকেটার। তিন নম্বরে রয়েছেন স্মৃতি মান্ধানা। ১০ নম্বরে শেফালি বর্মা। ১২ নম্বরে জেমাইমা এবং ১৩ নম্বরে ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। বোলারদের মধ্যে পাঁচ নম্বরে আছে রেণুকা সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে যিনি ১৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন।