ফের কাঠগড়ায় ভারতীয় উড়ান সংস্থা ইন্ডিগো। এবার ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়ালের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হল। ত্রিপুরার রাজধানী আগরতলার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মায়াঙ্কের ম্যানেজার। এই অবস্থায় হাসপাতাল জানিয়েছে, এখন অনেকটাই ভাল আছেন ভারতীয় এই ক্রিকেটার। তবে, সুরাতে রণজি ট্রফির ম্যাচে রেলের বিরুদ্ধে খেলতে পারবেন না কর্নাটকের অধিনায়ক।
আগরতলা থেকে সুরাতের উড়ান ধরার সময় বিমানেই অসুস্থ হয়ে পড়েন মায়াঙ্ক। তাঁর সামনে থাকা একটি পাউচ থেকে জল খাওয়ার পড়েন অসুস্থ হন তিনি। তাঁকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। প্রাথমিক তদন্তে অনুমান, জল থেকে বিষক্রিয়া হতে পারে।
মায়াঙ্কের থানায় অভিযোগ দায়েরে কথা স্বীকার করেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব। তিনি জানিয়েছে, বুধবারই ভারতীয় ক্রিকেটারকে বেঙ্গালুরুতে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। তবে প্রাথমিক ভাবে সেরা চিকিৎসাই করেছে রাজ্য। এমনটাই দাবি, স্বাস্থ্য সচিবের।