৮ অক্টোবর থেকে ১১ নভেম্বর। প্রায় একমাস বিশ্বকাপে গ্রুপের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে রোহিত শর্মাদের বিশ্বকাপের অভিযান। নকআউটের আগে বিশ্বকাপে কোনও এক যোগ্যতা অর্জকারী দলের বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে নামবে ভারত। খেলা হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে ১৫ অক্টোবর বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাক দ্বৈরথ।
এই বছর ভারতের মাটিতে বিশ্বকাপ শুরু হবে আমেদাবাদ থেকে। শেষও হবে আমেদাবাদে। দেশের নটি শহরে এবার বিশ্বকাপ খেলবে টিম ইন্ডিয়া। তারমধ্যে যেমন দিল্লি, মুম্বই, কলকাতা আছে, তেমনই রয়েছে পুণা, ধর্মশালা, লখনউয়ের মতো শহর। কলকাতায় ভারত খেলবে ৫ নভেম্বর।
মাঠে এখনও বল পড়ল না, তার আগেই শুরু হয়ে গেল সেমিফাইনালে উঠলে কোন শর্তে ইডেনে খেলবেন রোহিত শর্মারা। তাতে দেখা যাচ্ছে, বিশ্বকাপের সেমিফাইনালে ভারত যদি ওঠে, তাহলে তাদের ম্যাচ হবে মুম্বইতে। একমাত্র প্রতিপক্ষ পাকিস্তান হলেই, ইডেনে খেলতে পারবে ভারত।