প্রায় এক যুগ পরে এশিয়ান গেমসের আসরে ফিরছে ক্রিকেট। কিন্তু তাতে ভারতীয় দল অংশ নেবে কি না তা এখনও অনিশ্চিত। ভারতীয় বোর্ডের (BCCI) সচিব জয় শাহ জানিয়েছেন, পুরুষ এবং মহিলা দলের কী পূর্ব নির্ধারিত সূচি রয়েছে তা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী সেপ্টেম্বরে চিনের হাংঝাউতে বসবে এশিয়ান গেমসের (Asian Games) আসর। দীর্ঘ ১১ বছর পর এশিয়ান গেমসের মঞ্চে প্রত্যাবর্তন হচ্ছে ক্রিকেটের (Cricket)
আরও পড়ুন: India Vs West Indies: ইডেনে টি-টোয়েন্টি ক্রিকেটে শততম জয় ভারতের, সিরিজ জেতালেন পন্থ-বিরাট
এশিয়ান গেমসের পরেই টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) খেলবে ভারত (India)। অস্ট্রেলিয়ার মাটিতে ১৬ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। তার আগে ঝুঁকি নিয়ে এশিয়ান গেমসে অংশ নেবেন কিনা রোহিত শর্মারা, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পাশাপাশি জুলাই-অগস্টে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া ভারতীয় মহিলা দলের এশিয়ান গেমসে অংশগ্রহণেরও সম্ভাবনা নিশ্চিত নয়।