বছর শেষে বিদেশ সফর। দক্ষিণ আফ্রিকা চলে গেল ভারতীয় দল। মঙ্গলবার রাতে বেঙ্গালুরু থেকে রওনা হল টিম ইন্ডিয়া। সিংহ দেশে পূর্ণ সিরিজ খেলে নতুন বছরে ঘরে ফিরবেন ক্রিকেটাররা। এই সিরিজে টি-টোয়েন্টি, একদিনের সিরিজের পাশাপাশি তিনটি টেস্ট ম্যাচ খেলবে ভারত।
২০২১ সালে শেষবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারত। সেবার তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টেস্ট খেলেছিল রোহিত শর্মার ভারত। দুটি সিরিজেই বিপর্যস্ত হয় টিম ইন্ডিয়া। একদিনের সিরিজ তিন-শূন্যে জিতেছিল প্রোটিয়ারা। টেস্ট জিতেছিল ২-১ ফলে।
এবার অন্য চ্যালেঞ্জ। তিন ফরম্যাটে তিন অধিনায়ক। এই প্রথম বিদেশের মাটিতে এই ফর্মূলায় নামছে ভারতীয় ক্রিকেট। সেই অভিযান শুরু ১০ ডিসেম্বর থেকে। টি-টোয়েন্টিতে নেতা সূর্য কুমারের নেতৃত্বে টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়া।