আগামী রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রয়েছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। অনেকেই বলছেন, ২০ বছর আগের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে রাহুল দ্রাবিড়ের সামনে।
২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি ভারত। রিকি পন্টিংয়ের ১২১ বলে ১৪০ রানের ঝোড়ো ইনিংসের সামনে দাঁড়াতেই পারেনি ভারত। ওই ম্যাচে উইকেট কিপিংয়ের দায়িত্ব ছিল দ্রাবিড়ের উপর। চলতি বিশ্বকাপেও রয়েছেন দ্রাবিড়। তবে মাঠের বাইরে। এবার বিশ্বকাপে কোচ তিনি। মাঠে নেমে ব্যাট ধরতে পারবেন না কিন্তু দ্রাবিড়ের মস্তিষ্ক থাকবে ভারতের জন্যই। তাঁর পরিকল্পনাতেই মাঠে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং মহম্মদ শামিরা। তবে খেলোয়াড় হিসেবে না হলেও কোচ হিসেবেই ২০ বছর আগের হারের বদলা নিতে পারেন দ্রাবিড়।