বিশ্ব জয়ের পর, এবার টি-টোয়েন্টি ক্রিকেটে আরও একটা সিরিজ জয়ের হাতছানি। আজ, শনিবার হারারেতে জিম্বাবোয়েকে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ সিল করতে চান ভারত অধিনায়ক শুভমন গিল। যা খবর, সিরিজের চতুর্থ ম্যাচে অপরিবর্তিত দল নিয়ে হয়তো মাঠে নামবে টিম ইন্ডিয়া। ভারত অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, এই সিরিজে ধারাবাহিকতা বজায় রাখাই তাঁর প্রধান টার্গেট।
১৩ রানে হেরে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ শুরু করেছিল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। প্রথম ম্যাচের পর তরুণ ক্রিকেটারদের সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। বিশেষ করে, আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট যে এক নয়, সেটাই তাঁদের মনে করিয়ে দিয়েছিলেন অনেকে।
কিন্তু দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছে ভারত। অভিষেক শর্মার শতরানে এই সিরিজে জিম্বাবোয়েকে ১০০ রানে হারিয়েছেন শুভমন গিলরা। তৃতীয় ম্যাচেও সহজে জিতে সিরিজে আপাতত ২-১ ফলে এগিয়ে ভারত। এই সিরিজ থেকে প্রাক্তনদের উপলব্ধি বিরাট-রোহিতের শূন্যস্থান ভরাট করার মতো ক্রিকেটার এখান থেকে পাওয়া গিয়েছে।
এই পরিস্থিতিতে শনিবার হারারেতে সিরিজের চতুর্থ ম্যাচ খেলবে ভারত ও জিম্বাবোয়ে। এই ম্যাচ থেকেই সিরিজ কব্জায় করতে চান ভারত অধিনায়ক। তবে শুভমন জানিয়েছেন, গত তিনটি ম্যাচের মতোই এই ম্যাচেও ফ্যাক্টর হতে পারে টস।