ইশানের হাফ সেঞ্চুরিতে ক্যান্ডিয়ে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জ্বর ছাড়ল ভারতীয় ব্যাটিংয়ের। হার্দিককে নিয়ে এই ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন ভারতীয় উইকেট কিপার। এর আগে, প্রথম ম্যাচে সেই পুরনো রোগ। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভারতের টপ অর্ডার। ক্যান্ডিতে শনিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যুক্তি দিয়েছিলেন, ভারী আবহাওয়াকে কাজে লাগিয়ে প্রথমে ব্যাট করার অ্যাডভানটেজ পাওয়া যাবে।
কিন্তু প্রথম ১০ ওভারে শাহিন শাহ আফ্রিদি জুজুতে ফের কেঁপে গেল ভারতের তারকাখচিত ব্যাটিং অর্ডার। একই ম্যাচে বোল্ড করেই রোহিত এবং বিরাটকে ফেরালেন শাহিন।
গত কয়েকদিন ধরে একটাই আলোচনা, চার নম্বরে কে ব্যাট করবেন ? রাহুল দ্রাবিড় আত্মবিশ্বাস দেখিয়েছিলেন শ্রেয়স আইয়ারের উপরে। কিন্তু শ্রেয়স সেই আত্মবিশ্বাস ফেরাতে পারলেন না।
আরও পড়ুন : এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাট ভারতের, দুই স্পিনার অস্ত্র রোহিতের
প্রথম ম্যাচে অধিনায়কের অবদান ১১ আর বিরাট চার। রান পেলেন না আইপিএলে ঝড় তোলা শুভমনও। বিশ্বকাপের আগে এটাই শেষ টুর্নামেন্ট ভারতের কাছে। সুপার ফোর হয়তো চলে যাওয়া যাবে। কিন্তু এই ব্যাটিং বেশ চিন্তায় রাখবে কোচ রাহুল দ্রাবিড়কে।