ইন্দোরের প্রথম এক ঘণ্টায় ভুল প্রমাণিত হল একজনের ভবিষ্যৎবাণী। তিনি আর কেউ নন। তিনি গ্রেগ চ্যাপেল। গত কয়েকদিন আগেই তিনি দাবি করেছিলেন স্পিনার দিয়ে ভারতকে বধ করা যাবে না। কিন্তু হোলকার স্টেডিয়ামের প্রথম একঘণ্টাতেই গুরু গ্রেগকে ভুল প্রমাণ করলেন লায়ন, মার্ফি এবং কুনেম্যান ত্রয়ী। ভারতের বিখ্যাত ব্যাটিং নড়ে গেল এই তিন অজি স্পিনারের কাছে। নিজেদের ঘূর্ণিতে ফের ফাঁদে ভারত। লাঞ্চের আগে ভারতের সাত উইকেট ভাগ করেছেন এই তিনজন মিলে।
টস জিতে ব্যাটিং করতে এসে কোনও ফায়দাই তুলতে পারলেন না রোহিত শর্মারা। এই ম্যাচের আগে রোহিত দাবি করেছিলেন, আমেদাবাদ থেকে নাকি তারা ওভালে বিশ্ব টেস্টচ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করবেন। কিন্তু ইনদৌরের বাইশ গজে ভারতীয় ব্যাটিং দেখার পর যা দেখা গেল, তাতে মনে হল যেন একটু বেশি এগিয়ে ভেবে ফেলেছে দ্রাবিড়ের দল। বরং তাঁদের আরও বেশি করে সময় খরচ করার দরকার ছিল স্পিন নিয়ে।
ভারতীয়রা স্পিন খেলতে পারেন না। এই ছবি ইনদৌর নয়, এরআগে নাগপুর এবং দিল্লিতেও প্রকট হয়েছিল। কিন্তু হোলকার স্টেডিয়ামের প্রথম একঘণ্টায় যা হল, তাতে এই ঘটনা দুর্ঘটনা না বিপর্যয়, তা বোঝা মুশকিল। যে দলের কোচ রাহুল দ্রাবিড়, সেই দল স্পিন খেলতে পারে, এটা মনে হয় আরও বেশি করে ভাবার বিষয়।