আগেই ঠিক হয়ে গিয়েছিল। এবার তাতে সরকারি সিলমোহর বসল। পিঠের চোটের কারণে আইপিএল এবং আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার। ভারতীয় দলের কাছে যেমন ধাক্কা, শ্রেয়সের না থাকায় সবচেয়ে বেশি ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। ফলে মনে করা হচ্ছে নীতীশ রানাকে গোটা মরশুমে অধিনায়ক হিসাবে রেখে দিতে পারে কেকেআর।
বিদেশে অস্ত্রোপচার করাতে যাবেন শ্রেয়স। তারপর কমপক্ষে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে একটা লম্বা সময়ের জন্যই ভারতীয় ব্যাটারকে পাওয়া যাবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঠের ব্যথার জন্য চতুর্থ টেস্টে আর খেলা হয়নি তাঁর। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকেও গিয়েছিলেন । তাঁর পরিবর্তে ডাক পান সূর্যকুমার যাদব। যদিও তাঁর পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক।
শ্রেয়সের অনুপস্থিতিতে হিসেবনিকেশ শুরু করেছিল কেকেআর। পরে নীতীশ রানার নাম অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে ঘোষিত হয়। কারণ কেকেআরের আশা ছিল টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে অন্তত শ্রেয়স ফিরতে পারেন। তবে এবার সে আশাও শেষ।